ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বেরোবির হলে অতর্কিত অভিযান, আতঙ্কে শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৫, ৫ নভেম্বর ২০১৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দুই হলে সোমবার রাত দুইটায় শতাধিক পুলিশসহ অতর্কিত অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযানে কাউকে আটক না করা হলেও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শিক্ষার্থীরা জানায়, রাত দুইটার দিকে তিন শতাধিক পুলিশ সদস্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ মুখতার ইলাহী হলে অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এসময় দুই হলের প্রত্যেক রুমে গিয়ে অনাবাসিক ও বহিরাগতদের চিহ্নিত করে প্রশাসন। তবে, দীর্ঘ অভিযানে দুইজন গেস্টকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

জানা যায়, অভিযানের আগাম তথ্য ছড়িয়ে পড়ায় আগেই হল থেকে চলে যায় অনাবাসিক শিক্ষার্থীরা। 

এবিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কমিটির সদস্য সচিব তাবিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখতেই গতরাতে অভিযান চালানো হয়েছে। 

গভীর রাতে অভিযান পরিচালনার বিষয়ে তিনি বলেন, বিগত সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে সাধারণত রাতেই অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, সামনে ভর্তি পরীক্ষা, তাই হলে যাতে কোনো বহিরাগত অবস্থান করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতেই অভিযান চালানো হয়েছে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি