বেলালের সুরে গান গাইলেন তাহসান
প্রকাশিত : ১২:৪০, ১৬ মে ২০১৮
‘একলা থাকার প্রহরগুলোয়/দোকলা থাকি/অনুভবের রং তুলিতে/তোমায় আঁকি’- এমন কথায় সুর দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সুরকার বেলাল খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের আলোচিত কণ্ঠশিল্পী তাহসান রহমান খান। যদিও দুজনেই কণ্ঠশিল্পী, তবে সুরকার হিসেবেও ভালো পরিচিতি রয়েছে তাদের। এবারই প্রথম তাহসানের জন্য গান তৈরি করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী বেলাল।
গানটি লিখেছেন নীহার আহমেদ। সাজিদ সরকারের সংগীতে সম্প্রতি গানটির রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের একটি স্টুডিওতে সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটি প্রকাশিত হচ্ছে।
এ বিষয়ে তাহসান খান বলেন, ‘সুন্দর ও মিষ্টি কথার সুরেলা একটি গান করেছি আমরা। নীহার আহমেদ দারুণ লিখেছেন, বেলাল খানের সুরটা ছিল হৃদয়ছোঁয়া। সাজিদ সরকারের সংগীতায়োজন প্রশংসনীয়। আমি ভালো গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি শিগগিরই গানটির একটি ভালো ভিডিও তৈরি হবে।’
একই সঙ্গে গানটির সুরকার বেলাল খান বলেন, ‘তাহসান ভাইয়ের জন্য প্রথমবারের মতো সুর করলাম, চেষ্টা করেছি আমি আমার সেরাটা দেওয়ার। তিনি গেয়েছেন চমৎকার। আশা নয়; বিশ্বাস করি ভালো কিছু হতে যাচ্ছে।’
এসএ/