ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেলুচিস্তানে নির্বাচনী অফিস ও প্রার্থীদের বাড়িতে হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ৭ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের নুশকি ও মাকরানের বিভিন্ন এলাকায় অজ্ঞাত মোটরসাইকেল আরোহীরা হ্যান্ড গ্রেনেড দিয়ে দলীয় নির্বাচনী অফিস, প্রার্থীদের বাসভবন ও নির্বাচন কমিশন অফিসে হামলা চালিয়েছে। রোববার রাতে এসব হামলার ঘটনা ঘটেছে। মাচ থেকে ৪৫ কিলোমিটার দূরে গোরকুট এলাকায় রবিবার গভীর রাতে লেভিস ফোর্স স্টেশনে হামলা চালায় জঙ্গিরা।

কর্মকর্তা সূত্রে জানা গেছে, সশস্ত্র জঙ্গিরা স্টেশনে গুলি চালালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয়। গুলি বিনিময়ের পর কোয়েটা-সিবি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয় এবং সিন্ধু ও পাঞ্জাব থেকে আসা যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, নুশকিতে নির্বাচন কমিশন অফিসের সামনে একটি বিস্ফোরণ ঘটে এবং খারানে জাতীয় পরিষদের প্রার্থী সরদার চেঙ্গেজ খান সাসোলির নির্বাচনী কার্যালয়ে হ্যান্ড গ্রেনেড দিয়ে দুবার হামলা চালানো হয়।

পাঞ্জগুরে জাতীয় পার্টির প্রার্থী হাজি সালামের বাড়ির কাছে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অজ্ঞাত ব্যক্তিরা হাজী সালামের বাসভবন লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে। সেটি তার বাড়ির সামনে বিস্ফোরিত হয়। তুরবাত ও টাম্প শহরে অজ্ঞাত হামলাকারীরা পিপিপি নেতা বরকত বেলুচের বাড়িতে গুলি চালায় এবং একই এলাকায় পিপিপি প্রাদেশিক পরিষদের প্রার্থী মীর আগা রিন্দের বাড়িতে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি