ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বেসরকারি বিমানে ৩৩জনবল নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ৬ নভেম্বর ২০১৮

বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জনবল বৃদ্ধির জন্য বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। প্রতিষ্ঠানটিতে আট পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে।আবেদন করা যাবে ২২ নভেম্বর পর্যন্ত।

পদের নাম সংখ্যা

১. রেডিও টেকনিশিয়ান-০১জন

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই পদার্থবিদ্যা ও গণিতসহ স্নাতক পাস হতে হবে।রেডিও ইলেকট্রনিকসে ডিপ্লোমা পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বেতন

১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা হারে বেতন-ভাতা পাবেন।

২. অগ্নিনির্বাপক মোটরচালক-১২জন

যোগ্যতা

ভারী যানবাহন চালানোর লাইসেন্সসহ এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।এছাড়া প্রার্থীর নির্ধারিত ওজন ও উচ্চতা থাকতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তরা ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা হারে বেতন-ভাতা পাবেন।

৩. মোটর পরিবহন চালক-৫ জন

যোগ্যতা

হালকা ভারী যানবাহন চালনার লাইসেন্সসহ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন

৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা হারে বেতন-ভাতা পাবেন।

৪. এরোড্রাম ফায়ার অপারেট-১ জন

যোগ্যতা

এ পদে এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া প্রার্থীর নির্ধারিত ওজন ও উচ্চতা থাকতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তরা ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা হারে বেতন-ভাতা পাবেন।

 

৫. প্লাম্বার-১জন

যোগ্যতা

অষ্টম শ্রেণি পাসসহ প্লাম্বিং ট্রেড সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন

নিয়োগপ্রাপ্তরা ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা হারে বেতন-ভাতা পাবেন।

 

৬.সশস্ত্র নিরাপত্তা প্রহরী- ৯জন

যোগ্যতা

এখানে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।এছাড়া পুরুষ ও মহিলা প্রার্থীর নির্ধারিত ওজন ও উচ্চতা থাকতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তরা আট হাজার ৫০০ থেকে দুই হাজার ৫৭০ টাকা হারে বেতন-ভাতা পাবেন।

৭. লাউঞ্জ রুম পরিচালক-২ জন

যোগ্যতা

এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন

নিয়োগপ্রাপ্তরা আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা হারে বেতন-ভাতা পাবেন।

 

৮. রেডিও ক্লিনার-২ জন

 

যোগ্যতা

অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন

নিয়োগপ্রাপ্তরা আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা হারে বেতন-ভাতা পাবেন।

আবেদনকারীর বয়স

আবেদনকারীর বয়স ২২ নভেম্বর, ২০১৮ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।তবে অগ্নিনির্বাপক মোটরচালক পদে বিভাগীয় প্রার্থী এবং সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদে সশস্ত্র বাহিনীর প্রার্থীদের বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।এক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন প্রক্রিয়া

চেয়ারম্যান, বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বরাবর আবেদন পত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা চার কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি, এক কপি প্রবেশপত্রের নির্ধারিতস্থানে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, নমুনা প্রবেশ পত্র এবং পরীক্ষা ফি বাবদ ২০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করে দিতে হবে।

আগামী ২২ নভেম্বর, ২০১৮ তারিখের মধ্যে চেয়ারম্যান, বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, কুর্মিটোলা, ঢাকা-১২২৯ বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি