ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

বেসিসের সভাপতি হলেন আলমাস কবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ১১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:৩৯, ১১ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস)নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবীর। কার্যনির্বাহী পরিষদের ২৬৪তম সভায় পরিষদের সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বেসিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের বাণিজ্য সংগঠন হলো বেসিস।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বেসিসের সভাপতির পদ থেকে গত ১০ জানুয়ারি পদত্যাগ করেন মোস্তাফা জব্বার। এতে সভাপতির পদ শূন্য থাকায় বৃহস্পতিবার কার্যনির্বাহী পরিষদের ২৬৪তম (জরুরি) সভায় সৈয়দ আলমাস কবীরকে সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে।

এর আগে সৈয়দ আলমাস কবীর বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সভায় পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বেসিসের সদস্য কল্যাণ সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং র‍্যাডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন ফারুক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনটির সহ-সভাপতি এম রাশিদুল হাসানের সভাপতিত্ব অনুষ্ঠিত বেসিস কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কার্যনির্বাহী পরিষদ ২০১৬-২০১৮ এর সদস্যরা হলেন- সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, ফারহানা এ রহমান,পরিচালক উত্তম কুমার পাল, মোস্তাফিজুর রহমান সোহেল, সোনিয়া বশির কবির, রিয়াদ এস এ হুসেইন, দেলোয়ার হোসেন ফারুক।

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি