বেড়া দেয়ার চেষ্টা বন্ধ হলেও নির্মাণসামগ্রী সরায়নি বিএসএফ
প্রকাশিত : ১৫:২৮, ২২ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৫:২৯, ২২ জানুয়ারি ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির বাধায় নির্মাণ বন্ধ হলেও এখনও নির্মাণ সামগ্রী সরিয়ে নেয়নি বিএসএফ।
বুধবার সকালে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল নাহিদ নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে মঙ্গলবার বিকালে উভয়পক্ষ পতাকা বৈঠকে নির্মাণাধীন বেড়াসহ কাঁটাতার সরে নেওয়ার প্রতিশ্রুতি দেয় বিএসএফ।
তবে এখন পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণ সামগ্রী সরিয়ে না নিলেও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩-৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত জিরোপয়েন্ট থেকে ৩০ গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের সময় বাধা দেয় বিজিবি।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে : কর্ণেল নাহিদ নেওয়াজ বলেন, মঙ্গলবার সকালে সীমান্ত এলাকায় প্রচণ্ড কুয়াশার মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ সদস্যরা পাঁচবিবির ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩-৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। পরে পতাকা বৈঠকে তারা কাজ বন্ধ করে এবং যেটুকু বাঁশের খুঁটি ও কাঁটাতারের বেড়া দিয়েছে তা দ্রুত সময়ের মধ্যে সরে নেওয়ার কথা জানিয়েছে তারা।
তিনি জানান, তারা বিষয়টি অনুধাবন করেছেন। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
এএইচ
আরও পড়ুন