ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বেড়েছে অগ্নিনির্বাপক সামগ্রীর বেচাকেনা (ভিডিও)

প্রকাশিত : ১০:২১, ৩১ মার্চ ২০১৯

পুরান ঢাকার চুড়িহাট্টা থেকে নতুন ঢাকার বনানীর এফ আর টাওয়ারে মাত্র ৩৫ দিনের মধ্যেই ভয়াবহ দুটি অগ্নিকান্ডে পর বেড়েছে অগ্নিনির্বাপক সামগ্রীর বেচাকেনা। তবে এসব সামগ্রী কম দামে দিতে শুল্কমুক্ত আমদানির দাবি ব্যবসায়ীদের। আর নিজেদের নিরাপদ রাখতেই বিভিন্ন পণ্য কিনছেন বলে জানান ক্রেতারা।

চুড়িহাট্টা থেকে বনানী কয়েক কিলোমিটারের দুরত্ব। পার্থক্য শুধু- একটি পুরোনো ঢাকার ঘিঞ্জি এলাকা আরেকটি আধুনিক ঢাকা। বৃহস্পতিবার এফ আর টাওয়ারের আগুন জ¦লে টানা ছয় ঘন্টা। বাঁচার আকুতি জানায় আটকেপড়ারা।

মারা যায় ২৬ জন। পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় প্রাণহানি বেশি বলেই জানায় ফায়ার সার্ভিস।

ভয়াবহ দুটি অগ্নিকা-ের পর থেকেই রাজধানীর বিভিন্ন অগ্নিনির্বাপক যন্ত্রপাতির দোকানে বেড়েছে ক্রেতার ভিড়। নিজেদের নিরাপত্তার তাগিদেই এসব সামগ্রী কিনছেন তারা।

দেশের বাজারেই পাওয়া যাচ্ছে আগুন প্রতিরোধক এরকম ক্যাবল। এর ব্যবহারে ধোয়া কম হওয়ার প্রাণহানিও কম হয় জানান দোকানিরা।

আধুনিক আরো সামগ্রীও আছে। ফায়ার অ্যলার্ম কন্ট্রোল প্যানেল আগুনের স্থান নির্ধারণ করে। 

স্বয়ংক্রিয় এই অগ্নিনির্বাপক যন্ত্রটি ব্যবহার করে আগুন লাগলে একশ’ স্কায়ার ফুট এলাকা নিয়ন্ত্রণ করবে।

যে স্থানে আগুন লাগে সেখানে এই বল ছুড়ে দিলে সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণ হয়।

আমদানিকারকরা বলছেন, অত্যাধুনিক অগ্নিনির্বাপক সামগ্রী ব্যবহারে দ্রুত আগুন নিয়ন্ত্রণ সম্ভব।

নি¤œমানের সামগ্রী যাতে আমদানি না হয় সে বিষয়ে কঠোর নজরদারির দাবি করেন  ব্যবসায়ীরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি