বৈধ ভিসা থাকলেও নথিভুক্ত হতে হবে, অন্যথায় চিরতরে বন্ধ হবে আমেরিকান ভিসা
প্রকাশিত : ১৮:০৬, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:০৭, ১৩ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা থাকলেও, ৩০ দিনের বেশি দেশটিতে অবস্থান করলে সরকারকে জানানো বাধ্যতামূলক বলে নির্দেশনা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নির্দেশনায় হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই নিয়ম না মানলে জরিমানা, এমনকি জেল পর্যন্ত হতে পারে। এমনকি চিরতরে বন্ধ গহয়ে যেতে পারে আমেরিকান ভিসা পাওয়ার পথ।
একইসঙ্গে নির্দেশনায় আরও জানানো হয়েছে, যারা শিক্ষার্থী বা এইচ-১বি ভিসা নিয়ে আমেরিকায় রয়েছেন, তাদেরও এই নিয়ম মানতে হবে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, "যেসব বিদেশি নাগরিক ৩০ দিনের বেশি সময় ধরে আমেরিকায় রয়েছেন, তাদের অবশ্যই সরকারের কাছে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে।"
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি নাগরিকদের বয়স যদি ১৪ পেরিয়ে যায়, তবে ৩০ দিনের মধ্যে নতুনভাবে সরকারি দপ্তরে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে এবং আঙুলের ছাপ দিতে হবে। আর যাদের বয়স ১৮ পেরিয়েছে, তাদের সব সময় বৈধ বসবাসের কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোয়েম বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ও আমার পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা আছে— যারা আমেরিকায় অবৈধভাবে রয়েছেন, তারা এখনই দেশে ফিরে যান। এখন গেলে ভবিষ্যতে ফিরেও আসতে পারবেন। আমেরিকায় থাকার স্বপ্ন তখনও পূরণ হতে পারে।”
আরও পড়ুন