বৈশাখীঝড়ে নাবারুণ গার্লস স্কুলে ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশিত : ২০:০৩, ১২ এপ্রিল ২০১৯
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পৌর সদরের ২নং ওয়ার্ড তুলসীডাঙ্গার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান ‘নাবারুণ গার্লস হাইস্কুলে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড়ে তছনছ হয়ে পুরো বিদ্যালয়। এতে আসবাবপত্রসহ টিনের চাল লন্ডভন্ড হয়ে গেছে।
শুক্রবার সকালে নাবারুণ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান জানান, প্রচন্ড ঝড়ে প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে খেলার মাঠে পড়ে লন্ডভন্ড হয়ে গেছে। স্কুলের তিন রুমে শিক্ষার্থীদের পাঠদানে ব্যবহার করা হত। অতিরিক্ত ক্লাসরুম না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে।
এদিকে প্রতিষ্ঠানটির সভাপতি মো. আশরাফ আলী জরাজীর্ণ বিদ্যালয়টি একটি আধুনিক ও যুগোপযোগী ভবন নির্মাণে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
কেআই/
আরও পড়ুন