ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

বৈশাখী উৎসব দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ১৩ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৩:৩৬, ১৮ এপ্রিল ২০১৭

ফুটপাত থেকে বিপণিবিতান; সবখানেই বৈশাখী পোশাক ও পণ্য বেচাকেনার ধুম। তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে বেচাকেনা বেড়েছে অনলাইনেও। অর্থনীতবিদরা বলছেন, বৈশাখী উৎসব দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
বাঙালীর সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। সর্বজনীন এই উৎসবে ক্রমেই বাড়ছে মানুষের অংশগ্রহণ। সেইসাথে বাড়ছে বৈশাখকেন্দ্রিক কেনাকাটাও। এতে উৎসবের পাশাপাশি পহেলা বৈশাখ পাচ্ছে বাণিজ্যিক গুরুত্ব।
বেচাকেনা বাড়ায় খুশি বিক্রেতারা। তারা বলছেন, অনেকেটা ঈদের মতোই পণ্য বিক্রি হয়েছে।
বৈশাখী উৎসব ঘিরে দেশের ব্যবসা-বাণিজ্যে গতি এসেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, এই উৎসব সর্বজনীন ও দেশব্যাপী হওয়ায় গতি এনেছে গ্রামীণ অর্থনীতিতেও।
বাঙালীর ঐতিহ্যের অন্যতম ধারক হয়ে উঠা পহেলা বৈশাখ উপলক্ষে গত বছর থেকেই সরকারি-কর্মকর্তা, কর্মচারিদের বোনাস দিচ্ছে সরকার। এই বাড়তি আয় বৈশাখী বাণিজ্যের গতিকে করেছে আরো বেগবান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি