ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বৈশাখে নুহাশের ‘কাগজখেলা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ১১ এপ্রিল ২০১৮

হুমায়ূন পুত্র নুহাশ হুমায়ূন মন দিয়েছেন নাটক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে। এবার তিনি নির্মাণ করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘পেপার ফ্রগস’, শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বাংলা টাইটেল ‘কাগজখেলা’। আসছে পহেলা বৈশাখের দিন ছোট পর্দায় প্রচার হবে চলচ্চিত্রটি।

নুহাশের ‘কাগজখেলা’ প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ১৫ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটির প্রধান দু্ই চরিত্রে অভিনয় করেছেন আনাফ রহমান ও সাঁজবাতি।

সর্বশেষ নভেম্বরে অনুষ্ঠিত ঢাকা লিট ফেস্টে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হয়। ভারতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভ্যালে রোববার প্রদর্শিত হয়েছে ‘কাগজখেলা’।

জানা গেছে, ১৪ এপ্রিল রাত ৮টায় চ্যানেল আই-এ জেনারেশন এক্সক্লুসিভ প্রিমিয়ার হবে নুহাশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজখেলা’র।

উল্লেখ্য, ২০১৭ সালের ঈদুল আজহায় প্রথম টিভি নাটক ‘হোটেল আলবাট্রোস’ দিয়ে ভালোই সাড়া পান নুহাশ হুমায়ূন। নাটকটি কয়েকটি বিভাগে চারুনীড়ম কাহিনী চিত্র পুরস্কারও জিতে নেয়।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি