ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বৈসাবি উৎসবে মুখরিত পার্বত্য জেলা [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ১২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:০৬, ১২ এপ্রিল ২০১৮

বৈসাবি উপলক্ষে পার্বত্য জেলাগুলোতে এখন উৎসবের আমেজ। সকালে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পার্বত্য জেলা পরিষদ।

র‌্যালি শুরুর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নুরুল আমিন বলেন, পাহাড়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে। বৈসাবি উৎসবের মাধ্যমে পাহাড়ী জনগোষ্ঠীর ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেয়া সম্ভব বলে মন্তব্য করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

খাগড়াছড়ি প্রতিনিধি চিং মে প্রু মারমার রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত।

পাহাড়ী জনপদে এখন বৈসাবি উৎসবের আমেজ। নতুন বছরকে বরণে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটিতে চলছে নানা আয়োজন।

সকালে খাগড়াছড়িতে শোভাযাত্রার উদ্বোধন শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নুরুল আমিন বলেন, পাহাড়ে শান্তি আছে বলেই বৈসাবি উৎসবে স্বতষ্ফুর্তভাবে সবাই সামিল হতে পারছে।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, ও বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠনের কর্মীরা র‌্যালিতে অংশ নেয়।

পরে টাউন হল প্রাঙ্গণে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। দেখানো হয় বিভিন্ন খেলা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, বৈসাবি উৎসবের মধ্য দিয়ে পাহাড়ের ঐতিহ্য প্রজন্মান্তরে প্রবাহিত করা সম্ভব হচ্ছে।

বৃহস্পতিবার থেকে খাগড়াছড়িতে বৈসাবিরর তিন দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে।

পার্বত্য চট্টগ্রামে আদিবাসী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বৈসুক-সাংগ্রাই-বিজু-বিষু-বিহু- বৈসাবি উপলক্ষে রাঙামাটিতে হয়েছে ঐতিহ্যবাহী বলি খেলা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি