ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বোতল-টিফিন বাক্স ধোয়ার পরেও গন্ধ যাচ্ছে না? কী করবেন? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ১২ মে ২০২৩

Ekushey Television Ltd.

টিফিন বক্স এবং পানির বোতল সাবান দিয়ে যতই ধোয়া হোক না কেন, কেমন যেন একটা গন্ধ থেকেই যায়। বিভিন্ন ধরনের সাবান, লিকুইড ব্যবহার করেও দুর্গন্ধ কিছুতেই কাটতে চায় না। এ দিকে দু'দিন ব্যবহার করার পরই সেগুলি ফেলেও দেওয়া যায় না। তা হলে এই সমস্যা থেকে মুক্তির উপায়? ঘরোয়া পদ্ধতিতেই হতে পারে এই সমস্যার সমাধান। আপনার রান্নাঘরেই রয়েছে এমন কিছু উপাদান, যেগুলি ব্যবহার করে সহজেই দূর হতে পারে টিফিন বাক্স এবং পানির বোতলের দুর্গন্ধ। দেখে নিন কী করবেন।

বোতল ও টিফিন বক্স খুলে রাখুন: বোতল ও টিফিন বক্স ধোয়ার পর বন্ধ করে রাখা অনেকেরই অভ্যাস। এতে গন্ধ দূর হয় না। বরং সেগুলি ধোয়ার পর একটি নির্দিষ্ট জায়গায় খোলা অবস্থায় উল্টো করে রাখতে হবে। প্রায় পাঁচ-ছ'ঘণ্টা ওই অবস্থায় রেখে দিলে ধীরে ধীরে গন্ধ দূর হবে।

লেবুর খোসা: লেবু রস বের করে খোসাটা ফেলেই দিই। এবার লেবুর খোসা ফেলে না দিয়ে পানির বোতল বা টিফিন বক্স পরিষ্কার করার কাজে লাগান। লেবুর খোসায় উপস্থিত সাইট্রিক অ্যাসিড পরিষ্কার করার পাশাপাশি দুর্গন্ধও দূর করে। পানিতে লেবুর খোসা ফুটিয়ে সেই পানি টিফিন বক্সে প্রায় আধা ঘণ্টা রেখে দিন। তারপর সাধারণ পানিতে ধুয়ে ফেলুন।

দারুচিনি: টিফিন বক্সের দুর্গন্ধ দারুচিনি ব্যবহার করে সহজেই দূর করা যায়। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা টিফিন বক্স এবং বোতলের দুর্গন্ধ কমাতে সাহায্য করে। একটি পাত্রে পানি ও দারুচিনি ফুটতে দিন। হালকা ঠান্ডা হলে এই পানি টিফিন বক্স এবং বোতলে ঢেলে দশ থেকে পনের মিনিট এভাবে রেখে দিন। তারপরে পানিতে ধুয়ে ফেলুন।

সাদা ভিনেগার: সমপরিমাণ পানি এবং সাদা ভিনেগার মিশিয়ে নিন। লাঞ্চ বক্স বা বোতলে এই মিশ্রণটি ভরে সারারাত রেখে দিন। পর দিন সকালে পানি দিয়ে ভাল ভাবে ধুয়ে ফেলুন। ভিনেগার হল প্রাকৃতিক ডিওডোরাইজার, যা দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

কাঁচা আলু: টিফিন বক্সের তীব্র গন্ধ দূর করতে আলু ব্যবহার করুন। বক্সটি ভাল করে ধোয়ার পর, অর্ধেক আলুর মধ্যে এক চিমটে লবণ দিয়ে টিফিন বক্সের ভিতরে ঘষে রেখে দিন ১৫ থেকে ২০ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। খারাপ গন্ধ দূর হবে নিমেষেই।

সূত্র: বোল্ড স্কাই

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি