ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

ব্যবধান কমালেন কমলা হ্যারিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ৬ নভেম্বর ২০২৪ | আপডেট: ১১:৪৬, ৬ নভেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। যেখানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও তার খুব কাছাকাছি রয়েছেন কমলা হ্যারিস। যদিও ফলাফলের শুরুতে ব্যাপক ব্যবধানে এগিয়ে ছিলেন ট্রাম্প।

বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি, সিএনএন ও ভয়েস অব আমেরিকা।

ফলাফলে দেখা যায়, ২৩০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। আর কমালা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেকটোরাল কলেজ ভোট। দু’জনের মধ্যে এখন পর্যন্ত ব্যবধান মাত্র ২০ ইলেকটোরাল কলেজ ভোট।

ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, অরিগন, ইলিনয় স্টেটে জয় পেয়ে ব্যবধান কমান কমলা হ্যারিস। এছাড়া আরও অনেকগুলো রাজ্যে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী।

যুক্তরাষ্ট্রের যে ছয়টি রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, সেগুলোর তিনটি হল জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভানিয়া। এই তিনটি রাজ্যেই এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে, মিশিগানে কমালা হ্যারিসের পাল্লা ভারী। যদিও সেখানে এখন পর্যন্ত ১৯ শতাংশ ভোট গণনা হয়েছে। এছাড়া, অ্যারিজোনা এবং উইসকনসিনেও এগিয়ে আছেন মিজ হ্যারিস।

সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যগুলো থেকে ফলাফল আসা অব্যাহত রয়েছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা, আলাবামা, মিসিসিপি, টেনেসি, সাউথ ক্যারোলাইনা, আরকানসো এবং ওকলাহোমায় জয়ী হয়েছেন। এর আগে তাকে কেন্টাকি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী ঘোষণা করা হয়।

অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এখন পর্যন্ত ইলিনয়, নিউ জার্সি, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, ডেলাওয়ার এবং কানেটিকাট-এ জয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে তিনি ভারমন্ট অঙ্গরাজ্যে জয়ী হন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টরাল ভোট আছে এবং এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্য থাকায় রাজ‍্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।

ভোটের দিন সকাল ৭টা থেকে থেকেই ক‍্যালিফোর্নিয়ার লস অ‍্যাঞ্জেলেস শহরের অক্সফোর্ড ও থার্ড স্ট্রিটের ওয়াইএমসি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের বেশির ভাগই বাংলাদেশি ও দক্ষিণ এশীয়।
 
ভোট শুরুর বেশ আগেভাগেই লাইন দিয়ে দাঁড়ান ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ লাইন আরও দীর্ঘ হয়। ভোটাররা বলেছেন, এত সংখ্যক ভোটারের উপস্থিতি এর আগে কখনও দেখা যায়নি। সেইসঙ্গে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও এ অপেক্ষা অস্বস্তির ছিল না বলে জানান ভোটারদের কেউ কেউ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি