ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ব্যবসায়ীকে মারধর, ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ান বহিষ্কার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৮, ১০ মে ২০২৩ | আপডেট: ১৪:৫০, ১০ মে ২০২৩

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় পৌর ছাত্রলীগ সভাপতি মাসুম দেওয়ানকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাসুম দেওয়ানকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ জবাব আগামী ৭ কার্যদিবসে মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, সাভার মডেল থানায় বিসমিল্লাহ ওয়াশ কারখানার স্বত্ত্বাধিকারী ইউসুফ আলী চুন্নু বাদি হয়ে চাঁদাবাজীর অভিযোগে সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-২৮।

মামলার আসামিরা হলেন সাভার পৌরসভার নামাগেন্ডা এলাকার হোসেন আলীর ছেলে ও সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান (২৫), একই এলাকার ইমান আলির ছেলে আলমগীর (৩০), সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকার সোহেল রানা (৩৩), নামাগেন্ডা এলাকার হাবু মিয়ার ছেলে নাদিম দেওয়ান (২৪), উলাইল এলাকার আব্দুল জলিলের ছেলে টিপু (২৮), কাতলাপুর এলাকার বাবু (২৮), একই এলাকার পলাশ (৩০), নামাগেন্ডা এলাকার হানিফের ছেলে সজীবসহ (২৪) অজ্ঞাতনামা আরও ১২ জন।

এর আগে গত শনিবার (৬ মে) সাভার পৌরসভার আনন্দপুর এলাকায় পৌর ছাত্রলীগের সভাপতি ও তার সহযোগীদের বিরুদ্ধে এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠে। চাঁদা না পেয়ে ছাত্রলীগ নেতা ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের পিটিয়েছেন বলেও অভিযোগ উঠে।

এ ঘটনায় শনিবার রাতেই ওই ছাত্রলীগ নেতাসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী ইউসুফ আলী চুন্নু।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি