ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডীন ড. মাহবুব

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২৩:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডীন হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নতুন ডীন হিসাবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। নিয়োগ পাওয়ার বিষয়টি ড. এস এম মাহবুবুর রহমান নিশ্চিত করেন।

নতুন ডীন নিয়োগ পাওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বলেন, 'নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন হিসেবে নিয়োগ দেওয়ায় আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার উল আলম এবং সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকলের দোয়া ও সহযোগিতায় ব্যবসায় প্রশাসন অনুষদকে শিক্ষা ও গবেষণায় অনেকদূর এগিয়ে নিয়ে যেতে চাই।'

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি