ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ব্যবসা নির্বিঘ্ন করতে শিগগিরই ‘এইও’ মর্যাদা: নজিবুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ২৭ ডিসেম্বর ২০১৭

পোর্ট, কাস্টমস হয়রানিসহ ব্যবসার ক্ষেত্রে সব বাঁধা দূর করতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) মর্যাদা দেওয়ার কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। আজ সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এইও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাস্টমস ও এনবিআর আয়োজিত এ কর্মশালায় এনবিআর সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, এনবিআর এইও কমিটির প্রধান প্রকাশ দেওয়ান, ইউএসএইড বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাক্টিভিটিজের (বিটিএফএ) ড. মুহাম্মদ খাইরুজ্জামানসহ এনবিআর ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজিবুর রহমান বলেন, বর্তমানে দেশে ব্যবসা-বাণিজ্য অত্যন্ত সফলভাবে হচ্ছে। ব্যবসা-বাণিজ্যের এ পরিধি আরও বাড়াতে এবং তা সহজতর করতে এইও পাইলট প্রকল্প চালু হতে যাচ্ছে। আমরা এইও পাইলট প্রজেক্টে কোম্পানিগুলোকে এইও মর্যাদা দেওয়ার কাজ খুব দ্রুত শুরু করবো। আশা করি এইও নিয়ে আমাদের পথচলা সুগম হবে। এতে আমাদের ব্যবসা-বাণিজ্য আরও এগিয়ে যাবে।

এনবিআর সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান বলেন, এইও প্রোগ্রামের মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়ীদের সুবিধা বাড়বে। এইও মর্যাদা থাকলে ব্যবসায়ীদের পণ্য রপ্তানি ও আমদানির ক্ষেত্রে পোর্ট, কাস্টমস, এনবিআর থেকে যাচাই সংক্রান্ত ঝামেলা কমে আসবে। এ স্ট্যাটাস থাকলেই বোঝা যাবে ওই প্রতিষ্ঠানের রফতানি বা আমদানি সঠিক ও বৈধভাবেই হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, এইও এনবিআরের অধীনে একটি সার্টিফাই প্রোগ্রাম। এনবিআরে এ সেক্টরের দেওয়া স্ট্যাটাস অনুযায়ী ব্যবসায়ীরা আমদানি-রফতানির ক্ষেত্রে খরচ ও সময় দুটোই কমাতে পারবে। এনবিআর থেকে কয়েকটা শর্তের বিনিময়ে যাচাই-বাঁছাই সাপেক্ষে কোম্পানিগুলোকে এ স্ট্যাটাস দেওয়া হবে। যা আগামী বছর থেকে চালু হবে। বাংলাদেশে প্রথমে ফার্মাসিটিক্যাল কোম্পানিগুলোকে এ স্ট্যাটাস দেওয়া হবে। পৃথিবীর ৬৭টি দেশ এই প্রোগ্রামে আসতে চায়। যার মধ্যে ১৪টি দেশ এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। আর ১৩টি দেশ প্রক্রিয়াধীন আছে।

আরকে// এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি