ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

করোনা ভাইরাস 

ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি নিয়ে গবেষকদের উদ্বেগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ৭ জুন ২০২০ | আপডেট: ১২:৪১, ৭ জুন ২০২০

কভিড-১৯ পরবর্তী সময়ে মানিয়ে চলার ব্যাপারে তেমন কিছুই ভাবেনি দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) এক জরিপের ফলাফলে এমন চিত্র উঠে এসেছে। এটি উদ্বেগের বিষয় বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্ট গবেষকরা। গতকাল শনিবার এক ওয়েবিনারে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

গবেষকরা বলছেন, ফার্মগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, তারা এখনো বর্তমান পরিস্থিতি মোকাবেলা বা পরবর্তী সময়ে মানিয়ে চলার ব্যাপারে তেমন কিছুই ভাবেনি, যা সত্যিই উদ্বেগের বিষয়। এছাড়া অফিস ভাড়ার ব্যাপারে সরকারের হস্তক্ষেপের পরিবর্তে ব্যক্তিগতভাবে কোনো সংঘ বা সমিতি করে সমস্যাগুলো তুলে ধরে সমাধান করাই কাম্য।

‘রিনেগোসিয়েশনস অ্যাট ফার্ম লেভেলস: কম্প্রিহেনডিং দি ইফেক্টস অব কভিড-১৯’ শীর্ষক গবেষণাটি করেছেন মুতাসিম বিল্লাহ মুবদে, সারাহ মুনিয়াত, হাসনাত আবদুল্লাহ ও ড. সাজ্জাদ জহির। 

বর্তমান প্রেক্ষাপটে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিষয়ে জরিপে দেখা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ১৬ দশমিক ৭ শতাংশ সর্বদা অফিসে বসে, ২৮ দশমিক ৬ শতাংশ সর্বদা বাড়ি থেকে, ২৩ দশমিক ৮ শতাংশ বেশির ভাগই কার্যালয়ে, ৩১ শতাংশ বেশির ভাগই বাড়ি থেকে অফিসের কাজগুলো সেরে ফেলছেন। তারা ই-কমার্স সম্পর্কিত কার্যক্রম, আইটি ব্যবহার করে কার্যক্রম (সভা, পরিকল্পনা, রিপোর্টিং, পরামর্শ) সুবিধাজনক বলে মনে করছেন। অপরপক্ষে হাতের কাজ, উৎপাদন এবং মাঠ পর্যায়ের কার্যক্রমগুলো অসুবিধামূলক বা অসম্ভব বলে মনে করছেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি