ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা’ প্রসঙ্গে যা বললেন বাপ্পারাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১১, ১৪ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। নায়ক নায়করাজ রাজ্জাকের পুত্র বাপ্পারাজ আশি ও নব্বই দশকে উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে, জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজিডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন। যে কারণে দর্শক মহলে ‘ট্র্যাজেডি নায়ক’ ও ‘ব্যর্থ নায়ক’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন জনপ্রিয় এই অভিনেতা।

নব্বই দশকে রুপালি পর্দায় বাপ্পারাজের অভিনয় কাঁদিয়েছে অনেক ভক্তকে। আবার নায়িকার সাথে সুখকর ইতি অনেক দর্শকের মুখে ফুটিয়েছে প্রশান্তির হাসি।
 
ক্যারিয়ারে সফলতা পেলেও বর্তমানে সিনেমা থেকে দূরে রয়েছেন এ চিত্রনায়ক। তবে হঠাৎই আবার আলোচনায় এসছেন তিনি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আলোচনায় উঠে এসেছে জনপ্রিয় এ অভিনেতার নাম।
 
সোশ্যাল মিডিয়া স্ক্রল করে দেখা যায়, বেশ কয়েকটি ফান পেজে ঘুরছে চিত্রনায়ক বাপ্পারাজের কার্ড। ওই কার্ডে বাপ্পারাজের একটি ছবি জুড়ে দিয়ে লেখা হয়েছে ‘ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্ট ‘ হতে পারেন বাপ্পারাজ।
 
মূলত, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বশিরকে অর্ন্তর্বতী সরকারে উপদেষ্টা পদে নিয়োগ দেয়ার পরেই বাপ্পারাজের ওই কার্ড ঘুরছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।
 
ওই কার্ডে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বশিরকে ব্যঙ্গ করতে বাপ্পারাজকে ‘ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা’ করে লেখা হয়, আরও যারা উপদেষ্টা হতে পারে।
 
এ বিষয়টি নজর পড়ে বাপ্পারাজের। বুধবার (১৩ নভেম্বর) উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বশিরকে ব্যঙ্গ করা সে কার্ড নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেন অভিনেতা।
 
এরপর এর ক্যাপশনে বাপ্পারাজ লেখেন, যেভাবেই হোক, মানুষ আমাকে মনে রেখেছে। আজকেও মনে করে। একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কী হতে পারে।
 
তবে বাপ্পারাজের স্ট্যাটাসের কথায় বিরোধিতা করেন নির্মাতা সাফি উদ্দিন সাফি। মন্তব্যের ঘরে তিনি মজা করে লেখেন, ‘সফল প্রেমের অনেক মুভিও আছে আপনার। তাই জোর দাবি জানাচ্ছি, আপনাকে প্রেমবিষয়ক উপদেষ্টা করা হোক।’
 
উল্লেখ্য, ‘পোড়ামন ২’ সিনেমায় অভিনয় করেছিলেন বাপ্পারাজ। ক্যারিয়ারে তার উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো: বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু, বুক ভরা ভালোবাসা, প্রেমের সমাধি, প্রেমগীত, হারানো প্রেম, ভুলোনা আমায়, প্রেমের নাম বেদনা, কত যে আপন ইত্যাদি।

এমবি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি