ব্যস্ততার কারণে প্রেমিকা হারালেন ব্রড!
প্রকাশিত : ২৩:২৩, ১৯ আগস্ট ২০১৮ | আপডেট: ০০:১৬, ২০ আগস্ট ২০১৮
এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। জীবনে সবাই কোন না কোন কাজে ব্যস্ত থাকে। অত্যধিক কাজের চাপ জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছুই কেড়ে নেয়। ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণে প্রেমটাই ভেঙ্গে গেল স্টুয়ার্ট ব্রডের।
বান্ধবীকে সময় না দিয়ে এখন এই ক্রিকেটার ভেঙ্গে পরেছেন। ইংলিশ এই ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে ইতি টানতে চাইছেন মডেল মলি কিং! বলা হচ্ছে, ব্যস্ততার কারণেই ভেঙে যাচ্ছে তাঁর সম্পর্কটা।
এরই মধ্যে ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, ‘ব্রডের সঙ্গে মলির প্রেম পর্ব এরই মধ্যে শেষ হয়েছে। অবশ্য মলিরও ব্যস্ততা কম নয়। দু’জনের প্রচুর কাজের চাপ। এতে একে অপরের সঙ্গে দেখা সাক্ষাতের সময়ও পাচ্ছিলেন না। এই কারণে নিজেরাই সম্পর্কের ইতি টানলেন।
ব্রড ক্রিকেটার। আর মলি কিং মডেল, উপস্থাপক আর সংগীতশিল্পী। আর এটা তাদের প্রথম প্রেম নয়। গত বছরের মে মাসে মডেল বিলে মিচেলের সঙ্গে বিচ্ছেদ সম্পর্ক ভেঙ্গে যায় ব্রডের। ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির পর মডেল ডেভিড গান্ডির সঙ্গে প্রেম ছিল মলির।
এর অর্থ হল মন ভাঙার বেদনা কাটিয়ে উঠার অভিজ্ঞতা আগেই আছে তাদের। হয়তো সামনেই নতুন কাউকে খুঁজে নেবেন তারা দু’জনে।
এসি