ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ব্যস্ততা নেই কামারদের

প্রকাশিত : ১৪:৫২, ৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫২, ৯ সেপ্টেম্বর ২০১৬

কোরবানির ঈদের আর মাত্র ক’দিন বাকি। তবে এখনো ব্যস্ততা নেই রাজধানীর কামারদের। দেশের অন্যতম বৃহত্তম কামার পল্লী কারওয়ান বাজারে এবার পাইকারি-খুচরা ছুরি-চাপাতির বেচা-বিক্রি কম। এতে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়িরা। তবে, তাদের আশা কোরবানির পশু কেনার শেষ দিকে বদলে যেতে পারে এই মন্দাদশা। প্রতিবছর কোরবানির ঈদ এলেই সরব হয়ে ওঠে কামার বাড়ি। শুধু ঈদ কেন্দ্রিক বাজার ধরতেই ১১ মাস ধরে অপেক্ষা তাদের। অথচ এবারের চিত্র ভিন্ন। নেই তেমন বেচা-বিক্রি। উতপ্ত লোহা পিটিয়ে তৈরি করা হচ্ছে, বটি,ছুড়ি, চাপাতি। এসব পন্যের পসরাও সাজিয়ে বসেছে কামার-ব্যবসায়ীরা। তবে এখনো ম্লান তাদের মুখ। বেচা-বিক্রি কম হওয়ার জন্যে কোরবানির পশুর চড়া দাম আর বন্যাসহ অন্যান্য কারণ দায়ী বলে মনে করছে ব্যবসায়ীরা। আশংকা করছেন লোকসানের। তবে ক্রেতারা বলছেন, কোরবানির পশু জবাই আর মাংশ কাটার ধারালো যন্ত্রপাতি কিনছেন তারা। কিনছেন। দাম নিয়েও সন্তুষ্ট তারা। ব্যবসায়ীরা জানিয়েছেন, এবারের ঈদে পাইকারি-খুচরা মিলিয়ে ৫০ কোটি টাকার বেচা-কেনার আশা তাদের। তবে এই লক্ষ্যমাত্র অর্জিত হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে শ্রমিক-বিক্রেতারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি