ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

ব্যাংককে যাচ্ছেন আমজাদ হোসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ২৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ০৯:০৪, ২৮ নভেম্বর ২০১৮

বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

তার সঙ্গে রয়েছেন দুই সন্তান সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন আমজাদ হোসেনের ছোট ছেলে সোহেল আরমান। এর আগে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আমজাদ হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

সপ্তাহখানেক আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় ঢাকার তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে। হাসপাতালে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। শুরু থেকেই তাকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।

বরেণ্য এই নির্মাতার শারীরিক অসুস্থতার খবর শুনে চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চিকিৎসার জন্য মোট ৪২ লাখ ৩৫ হাজার টাকা দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এরমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে নিয়ে যাবার জন্য ২২ লাখ ৩৫ হাজার টাকা এবং চিকিৎসা ব্যয়ের জন্য ২০ লাখ টাকা।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি