ব্যাংক ঋণের ২৫ ভাগ ক্ষুদ্র ব্যবসায় বরাদ্দের দাবি (ভিডিও)
প্রকাশিত : ২১:৩৬, ১৪ আগস্ট ২০২২ | আপডেট: ২১:৪০, ১৪ আগস্ট ২০২২
ব্যাংকগুলো এগিয়ে না এলে ছোট উদ্যোক্তারা টিকতে পারবেন না বলে জানান অর্থনীতিবিদরা। এমন বাস্তবতায় ঋণের ২৫ ভাগ ক্ষুদ্র-অতিক্ষুদ্র ও মাঝারি খাতে বরাদ্দ রাখার পক্ষে এফবিসিসিআই। আর সমাজে বৈষম্য কমাতে ব্যাংকগুলোকে এসব খাতের প্রতি আরো উদার হওয়ার পরামর্শ শিল্পমন্ত্রীর। এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় এসব বিষয় উঠে আসে।
দেশে ৭৮ লাখ অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যেখানে নিয়োজিত ২ কোটি ১০ লাখ শ্রমশক্তি। অর্থনৈতিক কর্মকাণ্ডের ৭০ শতাংশই এই সিএমএসএমই খাতকে কেন্দ্র করে হয়ে থাকে।
তবে অর্থায়ণের ক্ষেত্রে, বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবায় এখনো সবচেয়ে পিছিয়ে সিএমএসএমই খাত। এমনকি এখাতের উদ্যোক্তাদের অনেকেই সরকার ঘোষিত প্রনোদনা প্যাকেজের সুবিধা পাননি। অর্থনীতিবিদ বলছেন, সিএমএসএমই খাতের প্রধান চ্যালেঞ্জ এখন অর্থায়ন।
সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, "ইন্ডাসট্রিয়ালাইজেশন এখনো বড় ভাবে বড় বড় ইন্ডাস্ট্রি কেন্দ্রিক এবং এখনো এটা বৈষম্যমূলক। আমি বলবো এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ভিতরে এসএমই কে সংযুক্ত করা দরকার।"
বর্তমান কাঠামোতে ব্যাংকিং খাত এসএমই বা সিএমএসএমই পূর্ণ সমর্থন দিতে পারবে না বলে মত ব্যাংকারদের।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচাল তারেক মোর্শেদ বলেন, "এ জন্য আমাদের এসএমই গ্রাহকদের কাছে পৌঁছাতে হবে, সেই ইনফ্রাস্ট্রাকচার বর্তমানে নেই।"
ব্যাংকের বিনিয়োগের কমপক্ষে ২৫ শতাংশ সিএমএসএমই খাতে জন্য রাখার বাধ্যবাকতা চান এফবিসিসিআই সভাপতি।
এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, "ব্যাংক গুলোকে বাধ্য করা উচিত তাদের লোনের মিনিমাম ২৫ শতাংশ এসএমই খাতে যেনো লোন দেওয়া হয়।"
শুধুমাত্র মুনাফা নয়, জাতির প্রতি দায়বদ্ধতা থেকে ব্যাংকগুলোকে সিএমএসএমই খাতের উন্নয়নে এগিয়ে আসা উচিত বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, "এখন ব্যাংক গুলো যদি মনে করে মুনাফা করার জন্য আমরা ব্যাংক করি, আমাদের জাতির কাছে আর কোনো কমিটমেন্ট নাই, এটা বাবা ভুল হবে।"
দেশে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমাতে সিএমএসএমইর উন্নয়নের কোন বিকল্প নেই বলেও জানান মন্ত্রী।
এসবি/
আরও পড়ুন