ব্যাংক এমডিদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় ব্যাংক
প্রকাশিত : ১৭:৪২, ১৬ জুলাই ২০১৯
দেশের ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের বৈঠকে ডেকেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং খাতের সমস্যা ও সংকট নিয়ে ২১ জুলাই বেলা ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তফসিলভুক্ত ৫৯টি ব্যাংকের এমডিদেরকে চিঠি দেওয়া হয়েছে।
ব্যাংকিং খাতের বিদ্যমান তারল্য সংকট, ঋণ ও আমানতের ঊর্ধ্বমুখী সুদহার নিয়ন্ত্রণ, খেলাপি ঋণের লাগাম টানা, মার্জার-অ্যাকুইজিশন ও দেউলিয়া আইন প্রবর্তন, আইনি কাঠামো ও অর্থঋণ আদালতের সংস্কার পর্যালোচনাসহ অন্তত এক ডজন বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে।
বিদায়ী অর্থবছরের জন্য ঘোষিত মুদ্রানীতি পর্যালোচনা এবং ২০১৯-২০ অর্থবছরের মুদ্রানীতির কৌশল ও লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টিও বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চিঠিপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংক তিন মাস অন্তর ব্যাংক নির্বাহীদের সঙ্গে বৈঠক করে। এরই ধারাবাহিকতায় ২১ এপ্রিলের বৈঠক আহ্বান করা হয়েছে।
এএইচ/
আরও পড়ুন