ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ব্যাংক এশিয়া কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ২০ মে ২০১৭

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক এশিয়ার নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউশনে ২৭ জন কর্মকর্তাদেরকে মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ব্যাংকের ব্যাংকের চেয়ারম্যান জনাব আ. রউফ চৌধুরী  বৃহস্পতিবার রাজধানী ঢাকার লালমাটিয়ায় ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট-এ আয়োজিত এক অনুষ্ঠানে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দ্বায়িত্ব) মিসেস হুমায়রা আযম, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী ও জনাব মোহাম্মদ বোরহান উদ্দীন, সিনিয়র এক্্িরকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অডিট বিভাগের প্রধান জনাব মো. সাজ্জাদ হোসেন, মানব সম্পদ বিভাগের প্রধান জনাব কেএস নাজমুল হাসান এবং প্রশিক্ষণ বিভাগের প্রধান জনাব মো. আজহারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি