ব্যাংক এশিয়া-বাংলাদেশ ব্যাংক চুক্তি
প্রকাশিত : ১৯:৫২, ২৩ জানুয়ারি ২০১৮
ব্যাংক এশিয়া এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে দ্বিতীয় এসএমই উন্নয়ন প্রকল্প বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আবুল বাশার এবং ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময়উপস্থিতছিলেনডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর চৌধুরী।
এসএমই খাত উন্নয়নের লক্ষ্যে ২৪০ মিলিয়ন মার্কিন ডলারের এই রি-ফিন্যান্সিং ফান্ড যৌথভাবে গঠন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (২০০ মিলিয়ন মার্কিন ডলার) ও বাংলাদেশ সরকার (৪০ মিলিয়ন মার্কিন ডলার)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টও কাই লি, ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সরদার আকতার হামিদসহ উর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদবিজ্ঞপ্তি।
আর/টিকে
আরও পড়ুন