ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

পুঁজিবাজারের সব খবর

ব্যাংক খাতের শেয়ারের উত্থানে সূচক বাড়লো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৯, ৯ আগস্ট ২০১৮

ব্যাংক খাতের শেয়ারের উত্থানে সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৭০টির, আর ৩৫টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স মাত্র ১ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৪০৭ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৭০৩ কোটি ৯৩ লাখ টাকা।

সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১১৪টির, আর ৩৩টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৪০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

শেয়ারের দরবৃদ্ধি নিয়ে প্রশ্ন
শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্যসংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের জিজ্ঞাসার প্রেক্ষিতে কোম্পানিটি এই জবাব দেয়।

স্টক ডিভিডেন্ড বণ্টন
অনুমোদিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড।

এপেক্স টেনারি
পুুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এপেক্স টেনারি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ১২ আগস্ট। সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

পদ্মা লাইফ ইন্স্যুরেন্স
পুুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১৩ আগস্ট। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
পুুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগস্ট। সভায় ৩১শে ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

ড্রাগন সোয়েটার
পুুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট। সভায় ৩০শে জুন ২০১৮ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

শেয়ার কেনার ঘোষণা
ঢাকা ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা ১ লাখ ৩০ হাজার এবং প্রাইম ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৬ লাখ ৪০ হাজার ৫০১টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

শেয়ার বিক্রির ঘোষণা
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে তিনি এই শেয়ার বিক্রি করবেন।

এসএইচ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি