ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ব্যাংক-পুঁজিবাজার শক্তিশালীর পরামর্শ (ভিডিও)

প্রকাশিত : ১৭:৩১, ৬ এপ্রিল ২০১৯

সামগ্রীক অর্থনীতিতে ভারসাম্য থাকায় বাংলাদেশ বিশ্বের ৫টি দ্রুত বর্ধনশীল দেশের কাতারে স্থান পেয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তবে ব্যাংকিং খাতের উন্নতি না হলে বেসরকারী বিনিয়োগ বাড়বেনা বলে মন্তব্য করেন তারা। অবশ্য বেসরকারী বিনিয়োগ বাড়াতে মূদ্রানীতিতে ব্যবস্থা নেয়া সহ শক্তিশালী পূঁজিবাজার গড়ার কথা বলছে বাংলাদেশ ব্যাংক।

গেলো কয়েক বছরে সরকারের নানা উন্নয়র কর্মকান্ডের ফলে বেড়েছে জিডিপি প্রবৃদ্ধি। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ এর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে

চলতি অর্থ বছরেই জিডিপি প্রবৃদ্ধি  ৮ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মাথা পিছু আয় বেড়ে ১ হাজার ৯শ ডলারে পৌছানোর কথা বলছে সরকার।

তাইতো বিশ্বব্যাংকের কান্ট্রি প্রতিবেদনে বাংলাদেশকে বিশ্বের পাচটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি হিসাবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের উন্নয়নের প্রশংসার পাশাপাশি কিছু পরামর্শও দেয় বিশ্বব্যাংক।

বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, অকৃষিজাত পন্যের ব্যবহার সহ নানা কারনে গ্রামীন অর্থনীতি শক্তিশালী হচ্ছে।

সরকারী বিনিয়োগ যথেষ্ট হলেও  ব্যাংকের আমানত প্রবৃদ্ধি নি¤œ গতির কারনে বেসরকারী বিনিয়োগ কাঙ্খিত হয়নি বলে জানান বিশেষজ্ঞরা।

জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৩শতাংশ হতে পারে,  বিশ্বব্যাংকের এমন মন্তেব্যর সাথে একমত নন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা।

গ্রাম হবে শহর-এ শ্লোগানকে বাস্তবে রুপ দিতে সঠিক কর্মপরিকল্পনার তাগিদ দেন বিশেষজ্ঞরা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি