ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ব্যাংক লেনদেনের সময় বৃদ্ধি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ২ এপ্রিল ২০২০

মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির বর্ধিত দিনে ব্যাংক লেনদেনের সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক।

দ্বিতীয় ধাপের সাধারণ ছুটির দিনগুলোতে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী কাজ সম্পন্নের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উল্লেখিত সময়ে গ্রাহকরা নগদ জমা, উত্তোলন, পে-অর্ডার ইস্যু ও সীমিত আকারে চেকের বিপরীতে লেনদেন করতে পারবেন।

প্রথম দফা সাধারণ ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত লেনদেন এবং পরবর্তী কাজ সম্পন্নের জন্য দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা ছিল।

এমবি//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি