ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ব্যাঙ্গালোরকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো পাঞ্জাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ১৪ মে ২০২২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫৪ রানে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো পাঞ্জাব কিংস।

টস হেরে ব্যাট করতে নেমে জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০৯ রানের বিশাল পুঁজি পায় পাঞ্জাব। 

২৯ বলে ৭ ছয় ও ৪টি চারে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন বেয়ারস্টো। আরেক ইংলিশ ব্যাটার লিভিংস্টন করেন ৪২ বলে ৭২ রান। 

২১০ রানের টার্গেট তাড়া করতে নেমে আসা-যাওয়ার মিছিলে নয় উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে ব্যাঙ্গালোর। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন গ্লেন ম্যাক্সওরেল। 

ম্যাচসেরা হয়েছেন জনি বেয়ারস্টো। 

এ জয়ে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে আছে পাঞ্জাব কিংস।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি