ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ব্যাটারদের ব্যর্থতায় আরও একটি হার বাংলাদেশের

আবু হোরায়রা তামিম

প্রকাশিত : ০৮:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২৩

বৃথাই গেলে তামিম-মাহমুদুল্লাহ’র লড়াই। বাকি ব্যাটারদের ব্যর্থতায় আরও একটি হারের স্বাক্ষী হলো টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইশ সোদির ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশকে ৮৬ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে গেলো সফরকারী নিউজিল্যান্ড। 

খালেদ আহমেদকে ফার্গুসন বোল্ড করার সাথে সাথে জয় উল্লাসে মাতে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা। এর আগে ২৫৫ রানের মাঝারি স্কোর করতে নেমে নড়বড়ে ব্যাটিং থেকে বেরোতে পারেনি বাংলাদেশ। সতর্কভাবে খেলা শুরুর পরেও দলীয় ১৯ ও ব্যক্তিগত ৬ রানে অধিনায়ক লিটন আউট হন।

অগ্রজ তামিমকে নিয়ে ভালই খেলছিলেন জুনিয়র তামিম। তবে দলীয় ৬০ ও ব্যক্তিগত ১৪ রানে সোদির প্রথম শিকার হন তানজিদ তামিম। এরপর শূন্য রানে আউট হয়ে বিশ্বকাপে খেলার সূবর্ণ সুযোগ নষ্ট করে সৌম্য সরকার।

তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ, মেহেদী হাসানরা দ্রুত বিদায় নিলে তামিমও থামেন ৪৪ রানে। 

এরপর আশা বাঁচিয়ে রেখেছিল মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু নিজের হাফ সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেকে রিয়াদ আউট হলে হারটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। কিউইদের বিপক্ষে ৪৯ রান করে চতুর্থ বাংলাদেশী হিসেবে ১০ হাজার রানের মাইলফরক পার করেন রিয়াদ।

এরপর ২১ রানে নাসুম আউট হলে আর কেউই দাঁড়াতে পারেনি। ফলে ১৬৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। ইশ সোদি ৩৯ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন। 

এরআগে, মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। প্রথম স্পেলেই দুই ওপেনারকে বিদায় করেন মুস্তাফিজ। শূন্য রানে উইল ইয়াং আর ফিন অ্যালনকে আউট করেন ১৪ রানে।

ওয়ানডেতে অভিষেকেই ৩ উইকেট নিয়ে আলো কেঁড়েছেন খালেদ আহমেদ । চতুর্থ উইকেটে দলের হাল ধরেন হেনরি নিকলস ও টম ব্লুনডেল। ৯৫ রানে এই জুটিও ভাঙেন খালেদ আহমেদ। ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন নিকলস।

তবে হাফ সেঞ্চুরি তুলে নেন বøুনডেল। ৬৮ রান করেন এই ব্যাটার।

ম্যাচের ৪৬তম ওভারে হাসান বল করার আগেই ক্রিজ থেকে বেরিয়া যাওয়া সোধিকে আউট করেন। মানকাডিং হয়ে সাঝ ঘরের রাস্তা ধরেন সৌধি। কিন্তু অধিনায়ক লিটন দাস তাকে আবারও ক্রিজে ফিরিয়ে নিয়ে আসেন। 

শেষ পর্যন্ত সোধির ৩৫ রানে ২৫৪ রান করে নিউজিল্যান্ড।

ফল : নিউজিল্যান্ড ৮৬ রানে জয়ী। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি