৩৪/৩
ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট শ্রীলঙ্কার
প্রকাশিত : ১১:১২, ২৯ জুলাই ২০১৮ | আপডেট: ১১:৩৪, ২৯ জুলাই ২০১৮
প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। রোববার সকাল ১০টা ১৫ মিনিটে টসে জিতে ব্যাট করতে মাঠে নেমেছে লংকানরা।
নিজেদের মাঠে খেলতে নেমে শুরুতেই হোচট খেয়েছে শ্রীলঙ্কা। তিন ওভার না যেতেই দুই ইউকেট হারায় স্বাগতিকরা।
নিরোশান ডিকওয়েলা ম্যাচের তৃতীয় বলে আউট হয়ে যান। তিনি করেতে পেরেছেন মাত্র দুই রান। অপর ব্যাটসম্যান বিকেজি মেনডিস খেলতে পেরেছিলেন মাত্র ৫ বল। তিনি করেছেন চার রান। উপল থারাঙ্গা ১৭ বলে ১০ রান করেই রান আউট হন।
এখন ব্যাট হাতে মাঠে আছেন কুশল পেরেরা এবং অ্যাঞ্জেলো ম্যাথুস। এখন পর্যন্ত ৬ দশমিক ৩ ওভারে লংকানরা রান তুলতে পেরেছে ৩৪।
একে//