ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২০, ১৫ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

আফগানদের বোলিং তোপে ধুকছে ইংল্যান্ড। টপ অর্ডার গুঁড়িয়ে দিয়ে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছে নাভিন-মুজিব-নবিরা। আর আফগান তোপ সামলে বাকি রান করতে না পারলে এবারের বিশ্বকাপের প্রথম অঘটন হবে ইংল্যান্ডের হার।

ক্রিস ওকসকে নিয়ে লড়ে যাচ্ছেন হ্যারি ব্রুক। এখন ১৪২ রান করতে হবে ইংল্যান্ডের, হাতে আছে ৪ উইকেট। যদিও ব্রুক ছাড়া আর কোনো স্পেশালিস্ট ব্যাটার নাই।

২৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে এ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩০ ওভারে ১৪৩ রান।

শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে ফজল হক ফারুকির বলে লাইন মিস করে লেগ বিফোরের ফাঁদে পড়েন জনি বেয়ারস্টো। এই ওপেনার অবশ্য রিভিউ নিয়েছিলেন তবে বাঁচতে পারেননি। 

দুর্দান্ত ফর্মে থাকা জো রুট উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তিনে নেমে ফিরেছেন দ্রুতই। সপ্তম ওভারে মুজিবের গুগলিতে বোল্ড হয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৭ বলে ১১ রান।

আগের ম্যাচে সেঞ্চুরি করা ডেভিড মালান আজও শুরুটা দুর্দান্ত শুরু করেছিলেন। যতক্ষণ উইকেটে ছিলেন সাবলীল ছিলেন। ১৩তম ওভারে মোহাম্মদ নবির স্টাম্পের ওপরের নিচু হওয়া বলে বোকা বনেছেন। শর্ট মিড উইকেটে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৯ বলে ৩২ রান।

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দলকে জয়ের পথে রাখার দায়িত্ব পড়েছিল জস বাটলারের ওপর। তবে অভিজ্ঞ এই ব্যাটারও পারেননি। ১৮তম ওভারের দ্বিতীয় বলে নাভিন উল হককে সোজা ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন বাটলার। ৯ রান করে এই উইকেটকিপার ব্যাটার ফেরায় একশ'র আগেই ৪ উইকেট হারায় ইংল্যান্ড।

ছয়ে নেমে বাটলার-রুটদের পথেই হেঁটেছেন লিয়াম লিভিংস্টোন, উইকেটে এসে থিতু হয়েছেন ঠিকই কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ১০ রান করা এই ব্যাটার রশিদের গুগলিতে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন।

এরপর সাম কুরান নবির বলে রহমতের তালু বন্দি হয়ে ফিরে যান। ২৩ বল মোকাবেলায় কুরানের ব্যাট থেকে আসে ১০ রান।

উইকেটে আছেন ৪ রান ক্রিস ওকস। অপরপ্রান্তে ব্যাটার হ্যারি ব্রুকের সংগ্রহ ৬৩ রান। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি