ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ব্যাটিং-বোলিং নৈপুণ্যে প্রোটিয়াদের সহজ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ২ আগস্ট ২০১৮

টেস্ট সিরিজে নাকানি চুবানি খাওয়ার পর ওয়ানডেতে দারুণ প্রত্যাবর্তন করেছে প্রোটিয়ারা। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও লঙ্কানদের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে প্রোটিয়া বাহিনী। আর এতে ৫ ম্যাচ সিরিজের ২-০তে এগিয়ে গেছে ডি ভিলিয়ার্সের উত্তরসূরিরা।

এদিকে টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান তুলতে সক্ষম হন লঙ্কান ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন অধিনায়ক অ্যাঞ্জেলা মেথুস। এ ছাড়া নিরুসান ডিকওয়েলা করেন ৬৯ রান। দলের আর কেউই ২০ রান ছুঁতে পারেননি।

জবাবে ব্যাট করতে নেমে ৪৩ বল হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন ওপেনার কুইন্টন ডি কক। ৭৮ বলে ১৩ চার ও ১ ছক্কার মারে এই রান করেন তিনি। এছাড়া ফাফ ডু প্লেসি ৪৯, হাশিম আমলা ৪৩ ও জেপি ডুমিনি করেন ৩২ রান।

স্কোর কার্ড:
শ্রীলঙ্কা: ২৪৪/৮ (৫০ ওভার)
অ্যাঞ্জেলা ম্যাথিউস: ৭৯ (১১১ বল)
নিরুসান ডিকওয়েলা: ৬৯ (৭৮)

দক্ষিণ আফ্রিকা: ২৪৬/ ৬ (৪২.৫)
কুইন্টন ডি কক: ৮৭ (৭৮ বল)
ডু প্লেসি: ৪৯ (৪১ বল)
হাসিম আমলা: ৪৩ (৪৩ বল)

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি