ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ব্যাট করতে পারবেন কায়েস?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৬:৫৪, ৭ অক্টোবর ২০১৭

দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম টেস্ট খেলে চোটের কারণে বাদ পড়েছেন তামিম ইকবাল। এবার তালিকায় যোগ হলো ইমরুল কায়েসের ইনজুরি। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। চোটটা বেশ গুরুতরই মনে হয়েছে। ব্যাটিং করতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের ৩৫তম ওভারে মুস্তাফিজুর রহমানের করা একটি বল মার্করামের ব্যাট ছুঁয়ে স্লিপে দাঁড়িয়ে থাকা ইমরুল কায়েসের হাঁটুতে আঘাত করে। ব্যাথায় মাটিতে লুটিয়ে পড়েছিলেন ইমরুল। এরপরই মাঠে প্রবেশ করে মেডিকেল টিম। কিছুটা সেবা শুশ্রুষা করার পরও ইমরুল স্বাভাবিক হতে পারছিলেন না। এরপর মাঠের বাইরে চলে যান তিনি। দিনের বাকি সময়টুকু ইমরুলের পরিবর্তে ফিল্ডিং করেছেন মেহেদী হাসান মিরাজ। কায়েস যেভাবে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন তাতে বেড়ে যাচ্ছে দুশ্চিন্তা। প্রোটিয়াদের ইনিংস শেষ হওয়ার আগেই ইমরুল মাঠে ফিরতে পারেন কি না সেটাই দেখার বিষয়। ইমরুল ব্যাট না করতে পারলে নি:সন্দেহে আরো পিছিয়ে যাবে বাংলাদেশ।

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি