ব্যারিস্টার নাজমুল হুদার মনোনয়নপত্র বাতিল
প্রকাশিত : ১৮:০১, ২ ডিসেম্বর ২০১৮
ব্যারিস্টার নাজমুল হুদার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটানিং কর্মকর্তা। ঢাকা-১৭ আসনের জন্য তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
এ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী (বিএনএফ) আবুল কালাম আজাদ ও বিএনপির প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে বিএনপির অপর প্রার্থী শওকত আজিজ ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এছাড়া ঢাকা-৯ আসনে মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে৷ তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে বলে জানা যায়।
অপরদিকে ঢাকা-১৫ আসনে জামাতের সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমান ধানের শীষ নিয়ে মনোনয়নে বৈধ হয়েছেন। এ আসনে ধানের শীষের ৩ জন প্রার্থী বৈধতা পেয়েছেন।
এসি
আরও পড়ুন