ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাইটনকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো আর্সেনাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রাইটনকে ৪-২ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো আর্সেনাল। অপর ম্যাচে এভারটনের বিপক্ষে হোঁচট খেয়েছে ম্যাচেস্টার সিটি।

প্রতিপক্ষের মাঠে প্রথম আক্রমণেই সফলতা পায় আর্সেনাল। দুই মিনিটেই দলেকে লিড এনে দেন বায়োকো সাকা। 

প্রথমার্ধের শেষের দিকে ব্যবধান ২-০ করেন নরওয়ে মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। 

বিরতির পরও একই ধারায় খেলতে থাকে সফরকারীরা। ৪৭তম মিনিটে দলকে ৩-০ তে এগিয়ে দেন এডওয়ার্ড নেকেটিয়া। আর্সেনালের শেষ গোলটি আসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেল্লির পা থেকে। 

তবে ৬৫ ও ৭৭তম মিনিটে দুটি গোল শোধ দিয়ে হারের ব্যবধান কিছুটা কমায় ব্রাইটন। 

এদিকে, ঘরের মাঠে এভারটনের বিপক্ষে ১-১ এ ড্র করেছে ম্যাচেস্টার সিটি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি