ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলকে ‘দুমড়ে-মুচড়ে’ দেয়ার হুমকি সুইস ফুটবলারের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ২৮ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে একই ক্লাবের হয়ে খেলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও গ্রানিত হাক্কা। আর্সেনালে চলতি মৌসুমটা বেশ দারুণ কাটিয়েছেন দুজন। কেননা ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গানাররা। 

তবে বিশ্বকাপে এসে সতীর্থ থেকে প্রতিপক্ষে পরিণত হয়েছেন মার্তিনেল্লি-হাকা। সোমবার রাতেই মার্তিনেল্লির ব্রাজিলের মুখোমুখি হবে হাকার সুইজারল্যান্ড।

ম্যাচটি সামনে রেখে অনেক আগে থেকেই মার্তিনেল্লিকে ‘দুমড়ে মুচড়ে’ দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন হাকা। আরেক সতীর্থ গ্যাব্রিয়েল হেসুসকে সতর্কবার্তা দিয়ে রেখেছেন সুইস অধিনায়ক।

তিনি বলেন, ‘বিশ্বকাপে আসার আগে আমরা রসিকতা করছিলাম। প্রতিপক্ষ দলে সতীর্থ থাকাটা সবসময়ই ভালো, তবে ৯০ মিনিটের জন্য আমরা পেশাদার ফুটবলার। আমি মার্তিনেল্লি ও জেসুসকে বলেছি যদি আমাদের গোলকিপারের সামনে আসো, তাহলে দুমড়ে-মুচড়ে দেব।’

হাকা আরও বলেন, ‘আমরা একই ক্লাবে খেললেও সেটা কোনো বিষয় নয়। এটা বিশ্বকাপ। সবাই নিজের দেশের জন্য খেলে এবং জিততে চায়। অবশ্যই তারা আমাকে নিয়ে চিন্তিত। তারা জানে, আমি আঘাত করলে সেটা খুবই জোরে করি।’

ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে জয় দিয়ে আসর শুরু করে সুইজারল্যান্ড। ব্রাজিলকে নিয়ে হাকা বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে আমাদের ক্যামেরুন ম্যাচের চেয়েও বেশি সতর্ক থাকতে হবে। ব্রাজিলের বিপক্ষে বল হারালে তার মাশুল দিতে হয়। তারা টুর্নামেন্টের ফেভারিট, সেই সঙ্গে অসাধারণ কোয়ালিটি সম্পন্ন দল। তবে যেহেতু এক ম্যাচের খেলা, তাই যেকোনো কিছু হতে পারে।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি