ব্রাজিলে আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে
প্রকাশিত : ১৬:৫১, ৭ মে ২০২১
ব্রাজিলে বৃহস্পতিবার একদিনে করোনায় ২ হাজার ৫৫০ জনের বেশী লোকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৬ হাজার ৯৪৯ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, একদিনে নতুন আরো ৭৩ হাজার ৩৮০ জন আক্রান্ত হয়েছে, মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৫০ লাখ ৩ হাজার ৫৬৩ জন। যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে এবং সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্র ও ভারতের পরে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।
দক্ষিণ আমেরিকার দেশটিতে সংক্রমণের নতুন ঢেউ চলছে। এতে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে, হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভীড়। মন্ত্রনালয় জানায়, প্রতি ১ লাখ লোকের মধ্যে ১৯৮ জন মারা যাচ্ছে এবং প্রতি ১ লাখ অধিবাসীর মধ্যে ৭ হাজার ১৪০ জন আক্রান্ত হচ্ছে।
এসি