ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ব্রাজিলে একদিনে করোনায় ২ হাজার ৪০৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ২১ মে ২০২১

ব্রাজিলে বৃহস্পতিবার করোনায় আরো ২ হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৪ হাজার ৯৪ জন। 

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

জানানো হয়, একদিনে ৮২ হাজার ৩৯ জন আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৮ লাখ ৯৪ হাজার ৯৪ জন। বিশ্বে যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে এবং সংক্রমণের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ভারতের পরে দেশটি তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্রাজিলে ৫৫.৭ মিলিয়ন লোককে ভ্যাকসিন দেয়া হয়েছে, এদের মধ্যে ১৭.৯ মিলিয়ন দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি