ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

ব্রাজিলে নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ২৮ জানুয়ারি ২০১৮

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শনিবার ভোররাতে সিয়েরা রাজ্যের রাজধানী ফোর্তালিজার শহরতলীতে ঘটনাটি ঘটে। হামলাকারীরা তিনটি গাড়ি নিয়ে ক্লাবটির ভিতরে ঢুকে পড়ে গুলিবর্ষণ শুরু করে।

নিহতদের মধ্যে দুটি শিশু ও আটজন নারী রয়েছেন। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা মাদক পাচারের সঙ্গে জড়িত একটি অপরাধী দলের সদস্য।

এক সংবাদ সম্মেলনে সিয়েরা রাজ্যের নিরাপত্তা মন্ত্রী আন্দ্রি কোস্তা, ফরো দো গাগো ক্লাবে এই হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন। এ ধরনের ঘটনা বন্ধ করার ক্ষেত্রে ‘পুলিশের কিছু করার নেই’ বলেও মন্তব্য করেছেন তিনি, বলেছে গ্লোবো।

গত বছর সিয়েরায় পাঁচ হাজার ১১৪টি খুনের ঘটনা ঘটেছিল। সংখ্যাটি ২০১৬ সালের তুলনায় ৫০ শতাংশ বেশি। ২০১৩ সালে রাজ্যটি সংঘটিত অপরাধের তথ্য প্রকাশ শুরু করার পর থেকে এটিই ছিল এক বছরে সবচেয়ে বেশি খুনের ঘটনা।

এর আগে ২০১৫ সালে সিয়েরার অপর একটি নৈশক্লাবে গুলিবর্ষণের ঘটনায় ১১ জন নিহত হয়েছিল। নিহতদের অধিকাংশই কিশোর বয়সী ছিল। এর আগে সেটিই ছিল রাজ্যটিতে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনা।

তথ্যসূত্র: বিবিসি, সিএনএন।
এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি