ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৮
প্রকাশিত : ১৯:০৫, ২২ ডিসেম্বর ২০২৪
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, সাও পাওলো থেকে ৪৫ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করা বাসটি পথে টায়ার বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারায়। এর পর বাসটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মিনাস গেরাইস ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে টিওফিলো ওটোনি শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের সংখ্যা ৩৮ জন। আহত ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত বাসটি সড়ক থেকে সরাতে ক্রেন ব্যবহার করতে হয়েছে।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এক বিবৃতিতে তিনি বলেন, “আমি গভীরভাবে দুঃখিত। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
মিনাস গেরাইসের গভর্নর রোমিউ জেমা এক্সে (টুইটার) এক পোস্টে লিখেছেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করতে আমরা সর্বোচ্চ মানবিক উপায়ে কাজ করছি।”
প্রসঙ্গত, ২০০৭ সালের পর এটি ব্রাজিলে সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা।
এসএস//
আরও পড়ুন