ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, ৬২ আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৬, ১০ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬২ জন আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 

শুক্রবার বিমান বিধ্বস্ত হয় বলে জানা গেছে। এতে ৫৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন।

বিমানটি দেশটির পারানা রাজ্যের কাসকাভেল থেকে সাও পাওলো যাচ্ছিল। জিওলোকেশনের মাধ্যমে সিএনএন নিশ্চিত হয়েছে ভিনহেদো শহরের আবাসিক এলাকায় এটি বিধ্বস্ত হয়।

ব্রাজিলের প্রতিরক্ষা বিভাগ জানায়, বিধ্বস্ত হয়ে উড়োজাহাজটি একাধিক বাড়ির ওপর পড়ে। তবে ওই আবাসিক এলাকায় কেউ নিহত বা আহত হননি। 

দেশটির কয়েকটি সংস্থা বিধ্বস্ত বিমানের উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি