ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলে সুখবর নেই, মৃত্যু ১ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ২৫ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সুখবর নেই ব্রাজিলের করোনা পরিস্থিতির। সময়ের সাথে দীর্ঘ হয়েই চলেছে মৃত্যুর মিছিল। যেখানে প্রাণহানি ১ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই। থেমে নেই সংক্রমণও। যেখানে গত একদিনেও ৩২ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। আশার আলো নেই এ অঞ্চলের পেরু, কলম্বিয়া, চিলি ও আর্জেন্টিনার মতো দেশগুলোতেও। লাতিন আমেরিকার এসব দেশে আগের তুলনায় সুস্থতা বাড়লেও থামছে না প্রকোপ। ফলে দুশ্চিন্তা বাড়ছেই।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ১২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ লাখ ৫৯ হাজার ৯০৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৮১৮ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৩৯ হাজার ৮৮৩ জনে ঠেকেছে।

অপরদিকে সুস্থতা লাভ করেছেন আরও ৩০ হাজার ৯০৩ জন। এতে করে বেঁচে ফেরার সংখ্যা বেড়ে ৪০ লাখ ২৩ হাজার ৭৮৯ জনে পৌঁছেছে।  

গত ২৬ ফেব্রুয়ারি দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক ব্রাজিলিয়ানের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। 

তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির প্রকোপ অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখার চেষ্টা করছে। তবে অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে সংকটাবস্থার মধ্য দিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও আর্জেন্টিনার মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে। 

ব্রাজিলে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়েছে চিকিৎসা কেন্দ্রগুলোকে। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় করোনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ব্রাজিল ভাইরাসটি এখন প্রধানকেন্দ্রে পরিণত হয়েছে। একইসঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোর মধ্য পেরু, কলম্বিয়ায়, আর্জেন্টিনা ও  চিলিতেও ভয়াবহ রূপ নিয়েছে ভাইরাসটি।  

কলম্বিয়ায় করোনা শনাক্ত হয়েছে প্রায় ৭ লাখ ৯১ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৯২৪ জনের। 

এর মধ্যে পেরুতে আক্রান্ত ৭ লাখ ৮৮ হাজার ৯৩০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩১ হাজার ৯৩৮ জন। 

আর্জেন্টিনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ১৪ হাজার ৭৬৬ জন ভুক্তভোগী। 

এছাড়া চিলিতে করোনা হানা দিয়েছে ৪ লাখ ৫১ হাজার ৬৩৪ জন মানুষের দেহে। এর মধ্যে ১২ হাজার ৪৬৯ জনের মৃত্যু হয়েছে।  

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি