ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নেইমারের প্রশ্ন

ব্রাজিল হারলে আমাকে কেন দায়ী করা হয়?

প্রকাশিত : ১৪:৪৯, ৬ মার্চ ২০১৯

চোট সারিয়ে তিনি কবে মাঠে ফিরবেন, তার অপেক্ষায় রয়েছে পিএসজি। আর দেশে ফিরে পরিবার এবং বন্ধুদের নিয়ে রিও কার্নিভালে মেতে রয়েছেন নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র।

ইনস্টাগ্রামেও সেই ছবি পোস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা। লিখেছেন, রঙিন উৎসবে সবাই মেতে উঠেছেন। আমিও নিজেকে সংযত রাখতে পারলাম না।

নেইমারের সঙ্গে এই উৎসবে অংশ নেন তার মা এবং ব্রাজিলের জনপ্রিয় পপ গায়িকা অ্যানিটা।

তবে প্যারিস সাঁ জারমাঁ তারকা উৎসবে মেতে থাকলেও ২০১৮ রাশিয়া বিশ্বকাপে নেইমারের নাটুকেপনা এবং মাঠের মধ্যে পড়ে যাওয়ার ঘটনা নিয়ে বিতর্ক চলছেই। ব্রাজিলের এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছরের ব্রাজিলিয়ান তারকা বলেছেন, রাশিয়া বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচ পরে আমিও খুব খুঁটিয়ে দেখেছি। সেটা দেখে কখনও কি কারও এটা মনে হতে পারে যে, আমি ইচ্ছা করে পড়ে গিয়েছি বা ডাইভ দিয়েছি? যদি তাই ভেবে থাকেন, তা হলে আমার কিছু বলার নেই।

সেখানেই থামেননি নেইমার। তিনি আরও বলেছেন, আমার আঘাতের মুহূর্তগুলোকে অতিরঞ্জিত করা হয়েছে। ব্রাজিল হারলেই দায়ভার আমার কাঁধে চাপিয়ে দেওয়া হয়। আমি একা কেন দায়ী হব, সেটা বুঝতে পারি না। যোগ করেছেন, দেশের হয়ে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করি। তাই করে যাব।

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি