ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাসেলস হামলার পর নিরাপত্তা জোরদার করা হলেও কাটছে না আতঙ্ক

প্রকাশিত : ১৯:১৭, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:২৩, ২৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

ব্রাসেলস হামলার পর নিরাপত্তা জোরদার করা হলেও কাটছে না আতঙ্ক। বারবারই প্রশ্ন উঠছে পুরো ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে। আর এমন এক পরিস্থিতিতে তুর্কি প্রেসিডেন্টের দাবি এই সন্ত্রাসী হামলার ব্যাপারে আগে থেকেই সতর্ক করেছিল তার সরকার। এদিকে হামলার অন্যতম সন্দেহভাজনকে আটক করা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। যদিও অব্যাহত রয়েছে পুলিশী অভিযান। হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। belgiumসন্ত্রাসী হামলার আর্তনাদ এখনও ব্রাসেলসজুড়ে। কড়া নিরাপত্তার পরও কমছে না আতংক। ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ বার বারই মনে করিয়ে দিচ্ছে হামলার ভয়াবহতাকে। হামলায় আহতের সংখ্যা তিনশ’। এর মধ্যে ৪০ জন বিদেশি। আহতদের কমপক্ষে ৬১ জনের অবস্থা আশংকাজনক। অনেকেই এখনও রয়েছেন কোমায়-জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকদের আশংকা, বাড়তে পারে নিহতের সংখ্যা। এদিকে হামলার অন্যতম সন্দেহভাজনের আটক নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। কর্তৃপক্ষ বলছে, চার হামলাকারীর মধ্যে তিনজন নিহত। শনাক্ত হয়েছে খালিদ ও ব্রাহিম নামে দুইভাইয়ের পরিচয়। বাকি একজন পলাতক। যদিও অন্য সুত্র বলছে, আন্ডারলেথট এলাকায় পুলিশী অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিই নাজিম লাশরাউয়ি, হামলার সন্দেহভাজন মূল হোতা। অন্যদিকে তুর্কি প্রেসিডেন্টের দাবি, ব্রাসেলসে আত্মঘাতীদের একজনকে গেল বছর নেদারল্যান্ড যাওয়ার পথে সিরিয়া সীমান্ত থেকে আটক করা হয়। এ ব্যাপারে বেলজিয়াম ও নেদারল্যান্ড কর্তৃপক্ষকে সর্তক করা হয়েছিল। ব্রাসেলসে হামলার পর আবারও প্রশ্নে মুখে পড়েছে পুরো ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে জরুরী আলোচনায় বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি