ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৬, ৩০ এপ্রিল ২০২৪ | আপডেট: ০৯:৫৯, ৩০ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় শাহাদাত হোসেন ভূঁইয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় শহরের ভাদুঘর ফাটাপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শাহাদাত আখাউড়া উপজেলার আনোয়ারপুরের সাদেকুল ইসলামের ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। শহরের কলেজপাড়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো সে।

মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু জানান, শাহাদাত ভাদুঘর এলাকার একটি দোকান থেকে মোটরসাইকেলের তেল নিয়ে শহরে ফিরছিল। পথে একটি ট্রাক ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা তাদের ধাক্কা দেয়। তখন শাহাদাত নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ছিটকে পড়ে। 

এতে টাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি