ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত, আহত ২

প্রকাশিত : ১২:৪৬, ১৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:০১, ১৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে হবিগঞ্জের মাধবপুর থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের শাহাবাজপুর ব্রিজ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী নাসরিন আক্তার ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার ছেলে রিয়াদসহ তিন যাত্রী। পরে আহতদের হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় রিয়াদের। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি