ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রিটিশ প্রধানমন্ত্রী এবার আয়কর বিবরণী প্রকাশ করলেন দেশটির এমপিরা

প্রকাশিত : ১০:২৯, ১২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:২৯, ১২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

UKব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের পর এবার চাপের মুখে নিজেদের আয়কর বিবরণী প্রকাশ করলেন দেশটির সব এমপিরা। সবশেষ ক্যামেরনের মন্ত্রিসভার চ্যান্সেলর জর্জ অসবর্ন এবং বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন কর পরিশোধের তথ্য তুলে ধরেন। এরআগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও ইউকে ইন্ডিপেনডেন্স পার্টির নেতারাও আয়কর বিবরণী প্রকাশ করেন। পানামা পেপারসে কর ফাঁকির বিষয়টি উঠে আসার পরই চাপের মুখে পড়েন ক্যামেরুন। এরপরই রোববার সবার সামনে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত উপার্জন ও কর পরিশোধের তথ্য প্রকাশ করেন তিনি। একইসঙ্গে রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে সব রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের তাদের আয়করের তথ্য প্রকাশের আহ্বান জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি