ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রিস্টলকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ১ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

ইংলিশ এফএ কাপে ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো ম্যানচেস্টার সিটি। 

প্রতিপক্ষের মাঠে হলেও বল দখল ও আক্রমণে আধিপত্য ছিলো সিটিজেনদের। সফলতা পেতেও দেরি হয়নি তাদের। ৭ মিনিটের মাথায় রিয়াদ মাহারেজের বাড়ানো বলে দলকে লিড এনে দেন ফিল ফোডেন। 

আরও কিছু সুযোগ পেলেও প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি ম্যানসিটি। 

বিরতির পরও একই ধারায় খেলে গার্দিওলার শিষ্যরা। ৭৪ মিনিটে আলভারেজের সহযোগিতায় নিজের জোড়া পূর্ণ করেন ইংলিশ ফরোয়ার্ড ফিল ফোডেন। 

শেষদিকে কেভিন ডি-ব্রুইনার গোলে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি